মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাচ্চু রাজাকারকে গ্রেফতারের আদেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাচ্চু রাজাকারকে গ্রেফতারের আদেশ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে গ্রেফতারের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে জমা দেয়া তদন্তের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, একাত্তরের এপ্রিলের শেষ দিকে ফরিদপুরের বোয়ালমারিতে একজনকে নিজ হাতে হত্যা করেন আবুল কালাম আজাদ। আর ১৩ মে মধুখালী গ্রামের ৩ জন নারীকে ধরে নিয়ে নির্যাতনের ঘটনায় নেতৃত্বে দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ বাচ্চু রাজাকারকে গ্রেফতারের আবেদন ট্রাইব্যুনালে জমা দেয় রাষ্ট্রপক্ষ। আর এ আবেদনের মধ্য দিয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে আবুল কালাম আজাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী এক সপ্তাহের (২ এপ্রিলের মধ্যে) মধ্যে ট্রাইব্যুনালে জমা দিতে প্রসিকিউটরদের নির্দেশ দেয়া হয়।

নিজস্ব প্রতিনিধি