সকল খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

সকল খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অবরোধের নামে সংঘটিত এই সব খুনেরও  বিচার হবে। এখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে। একদিন তারও (খালেদা জিয়া) বিচার হবে। ৪ ডিসেম্বর (বুধবার) বিকেল চারটায় গণভবনে সংসদীয় বোর্ডের এক জরুরি সভায় সূচনা ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা মানুষ খুন করছে, রেলের ফিশপ্লেট খুলে দিয়ে মানুষ হত্যা করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষ হত্যার মাধ্যমে তারা কী রাজনীতি করছে, এমন প্রশ্ন রেখে তিনি বিরোধী দলের প্রতি অভিযোগ করে বলেন, তারা আজ ওসামা বিন লাদেনের মতো গোপন জায়গা থেকে ভিডিও টেপের মাধ্যমে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে।
শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,  জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি