কানাডা: বিশ্বের তৃতীয় সুখের দেশ হিসেবে আবারো স্থান করে নিলো

কানাডা: বিশ্বের তৃতীয় সুখের দেশ হিসেবে আবারো স্থান করে নিলো

এসিবিড নিউজ24 ডট কম.ডেস্কঃ কানাডা বিশ্বের তৃতীয় সুখের দেশ হিসেবে আবারো স্থান করে নিলো। সম্প্রতি বিবিসি অনলাইন জরিপে এ তথ্য প্রকাশ করা হয়। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালিত ‘বেটার লাইফ ইনডেক্স’ জরিপে সার্বিক অর্থনৈতিক শক্তির কারণে টানা তৃতীয়বার সুখী দেশ হিসেবে তালিকার শীর্ষস্থান অক্ষুণ্ন রাখল অস্ট্রেলিয়া। জরিপে এই তালিকায় অস্ট্রেলিয়ার পরই রয়েছে সুইডেন, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড। ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, নেদারল্যান্ডস, আইসল্যান্ড ও যুক্তরাজ্য। মাথাপিছু আয়, স্বাস্থ্য, নিরাপত্তা, জীবনযাত্রার মান সবকিছু বিবেচনা করে অর্থনৈতিকভাবে ৩০টি উন্নত রাষ্ট্রের মধ্যে এ জরিপ চালানো হয়।
সূত্রঃ ইন্টারেনট।।

আন্তর্জাতিক ডেস্ক