মুক্তিযোদ্ধাদের নামে রাজধানীর রাস্তা, ভবন ও স্থাপনা নামকরণে নীতিমালা চূড়ান্তঃ সংসদে সৈয়দ আশরাফ

মুক্তিযোদ্ধাদের নামে রাজধানীর রাস্তা, ভবন ও স্থাপনা নামকরণে নীতিমালা চূড়ান্তঃ সংসদে সৈয়দ আশরাফ

সংসদ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তা, ভবন ও স্থাপনা তাদের নামে নামকরণের জন্য একটি খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ২২ এপ্রিল (সোমবার) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাধনা হালদারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংরক্ষিত মহিলা আসনের অপর সদস্য বেগম শাহিদা তারেখ দীপ্তির প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের ৪৫টি ফুট ওভারব্রীজের মধ্যে ৫টির মেরামত, ৪টির রংকরণসহ ১টি ফুট ওভারব্রীজের মেরামত কাজ চলছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮টি ফুট ওভার ব্রীজ মেরামতের কাজ চলছে। রাশেদা বেগম হীরার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন এলাকায় গত বছর (২০১২) নোটিশের মাধ্যমে মোট তিন হাজার ৪৮১টি বিবাহ বিচ্ছেদ হয়েছে। এরমধ্যে সমঝোতার মাধ্যমে দুই হাজার ৯৩২টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০১২ সালে মোট দুই হাজার ৫১৪টি বিবাহ বিচ্ছেদ হয়। এ সময়ে মোট ৬৭টি অভিযোগ আপোষ মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। শাহিন মনোয়ারা হকের অপর এক প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর আশঙ্কাজনক হারে নেমে যাওয়ার প্রেক্ষিতে ঢাকা ওয়াসা ক্রমেই ভূ-উপরিস্থ উৎস থেকে পানি সংগ্রহের দিকে এগুচ্ছে।
মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা নদীর পানি ঢাকা ওয়াটার ওয়ার্কসের শোধনাগারে পরিশোধন করে সীমিত পরিমাণে রাজধানীতে সরবরাহ করা হচ্ছে। ঢাকা ওয়াসা সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-১) এর অধীনে শীতলক্ষ্যা নদী থেকে পানি শোধন করে দৈনিক সাড়ে ২২ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করছে। মন্ত্রী জানান, সায়েদাবাদ ফেইজ-৩ এর কাজ শুরুর বিষয়ে কার্যক্রম চলছে। বাস্তবায়িত হলে দৈনিক ৪৫ কোটি লিটার পানি শোধন করে নগরীতে সরবরাহ করা হবে। এ প্রকল্পের প্রাক্কলিক ব্যয় চার হাজার কোটি টাকা।

নিজস্ব প্রতিনিধি