মাদারীপুরের রাজৈরে দুইশ’ বছরের ঐতিহ্যবাহী কালী মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মাদারীপুরের রাজৈরে দুইশ’ বছরের ঐতিহ্যবাহী কালী মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ মাদারীপুরের রাজৈরে দুইশ’ বছরের ঐতিহ্যবাহী কালী মন্দির ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের কালীবাড়ী সংলগ্ন কালী মন্দিরে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও মন্দিরটিকে রক্ষা করা যায়নি। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি উত্তম ব্যানার্জী বলেন, “মন্দিরে অগ্নিসংযোগের খবর পেয়ে এসে দেখি মন্দিরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনার পর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।”

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে অগ্নিসংযোগকারীদের এখনও শনাক্ত করা যায়নি। আগুনে মন্দিরটির প্রায় পুরোটাই পুড়ে গেছে। মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) নাসিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক