জেবুননেসা হেলেন এর কবিতা (চালাঘরে নির্জন বৃষ্টি)

জেবুননেসা হেলেন এর কবিতা (চালাঘরে নির্জন বৃষ্টি)

চালাঘরে নির্জন বৃষ্টিঃ

>>>জেবুননেসা হেলেন>>>

কত আগে দেখেছি
দিন তারিখ মনের পঞ্জিকায় নেই।

সম্ভবত কোনো এক ভাদ্রের মধ্যাহ্নে
এক জলার ধারে বন বাড়িতে।
কিলবিল কিলবির সাপেদের মাঝসমুদ্রে দাঁড়িয়ে
এক যুগল মনস্তত্ত্বের আদিম খেলায়।
সাপেদের যুগল সমপৃক্ততায় প্রকৃতির মেলা…

নিসঙ্গ দুপুরের সঙ্গে পরস্পরকে জড়িয়ে ধরে
অন্তরঙ্গ অবসন্ন ¯œান করেছি। শুধু বুঝিনি সাপ আর
মানুষের জন্ম পার্থক্য।

সব বুঝি ইঁদুরের গর্তে সাপ থাকা বুঝি না।

অতিথি লেখক