কিছু কথা আছে আমাদের…

কিছু কথা আছে আমাদের…
কিছু কথা আছে আমাদের 
নূর কামরুন নাহার
আমাদের আরো কিছু কথা আছে
না বন্ধু, না প্রেম,না স্বজনের অধিকার
তবু কিছু কথা বলা প্রয়োজন।
প্রদোষকালে, রাত্রির ক্ষয়ে যাওয়া প্রহরে
মধ্য দুপুরে অথবা স্মৃতিঘন সন্ধ্যায়
টেবিলে তস্তুরি রেখে মুখোমুখি নিবিড় নিশ্বাসে
আমাদের কিছু কথা আছে।
ফেরারি পাখির মতো ফিরে যাওয়া
সময়ের কিছু কণা কিংখাবে জড়ো করে
আত্মবিশ্বাসী চোখের ইঙ্গিতে
আমাদের আরো কিছু কথা আছে ।
কিছু কথা আছে মায়াবী পেলব
কিছু নৈমিত্তিক নির্দোষ।
আছে কিছু দুঃখের উৎসমুখ চিহ্নিত করে
কিছু অস্তিত্বের।
আমাদের কিছু কথা বলা প্রয়োজন
না বন্ধু , না প্রেম, না স্বজনের অধিকার
তবু কিছু কথা আছে আমাদের।

অতিথি লেখক