উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালীটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কাযালয়ের উপ পরিচালক খান মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মুহা: আনোয়ার হোসেন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রফিকুল ইসলাম, রিশিল্পির সহকারি পরিচালক আব্দুল বারী   প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রোকনুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার পাল, সাতক্ষীরা প্রতিবন্ধী পূনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান উজ্জল, শারীরিক প্রতিবন্ধী নাসিমা খাতুন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার কে এম ওবায়দুল্লাহ আল মাসুদ,  পরে প্রতিবন্ধীদের মাঝে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, রিশিল্পি, ওয়ার্ল্ড ভিশন, সাতক্ষীরা প্রতিবন্ধী পূনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশন, জেলা মিনিবাস ও বাস মালিক সমিতি, সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, সিডো, বরসা, আশ্রয়, এন জেড ফাউন্ডেশন, আরকে ও সাতক্ষীরা পৌরসভা।

এসবিডি নিউজ ডেস্ক