খালেদ হোসাইন এর কবিতা (চে)

খালেদ হোসাইন এর কবিতা (চে)
***চে***
>>>খালেদ হোসাইনঃ>>>

আমাদের অইকন চে
আজ আর নেই মঞ্চে?

পথে পথে জনসাধারণ
দিন কেন তবে গুনছে?

ঘরে ঘরে বেড়ে ওঠে চে
সূর্যের আভা ফুটেছে
নিহত হতেও নেই ভয়
হবে তবে সাহসের জয়।

পাশবিক শক্তির কাল
খুলে নেয় শরীরের ছাল
প্রাণ-মন করে ঝালাপালা
ফুরোবেই চালিয়াতি চাল।

ঘরে ঘরে অগণন চে
আজ আজ আর নেই মঞ্চে—
পথে পথে মানুষের সারি
সেইখানে খুঁজে পেতে পারি।

পথে পথে বিপ্লবী চে
সব ভয় আজ তো মিছে
এইবার বদলাবে সব
আমরাই করি বিপ্লব—

আমরাই দেশে দেশে চে
বিপ্লব-দিন এসেছে
ছিঁড়ে ফেলে আঁধারের জাল
সূর্যও কাছে ঘেঁষেছে।

অতিথি লেখক