সাগর রুনীর হত্যাকান্ডের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন

সাগর রুনীর হত্যাকান্ডের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরম্নন রম্ননী হত্যাকান্ডের প্রতিবাদে এবং হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতারের  দাবীতে সাতক্ষীরায় সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সাতক্ষীরা প্রেসক্লাব এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে শতাধিক সাংবাদিক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাবর সম্পাদক আব্দুল রারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাংবাদিক কল্যান ব্যানার্জি, এম কামরম্নজ্জামান, মোসত্মাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, অসীম চক্রবর্তী।

এ সময় সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

বক্তারা বলেন, সরকার ঘোষিত ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক সাগর ও রুনী হত্যার সাথে জড়িতদের খুজে বের করার ঘোষনা বাস্তবায়নের দাবী জানান। তারা দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার দাবী জানান।

একই সাথে জাতীয় প্রেসক্লাব, রিপোর্টার ইউনিটিসহ সাংবাদিকদের সংগঠন ঘোষিত সকল কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষনা করেন। এছাড়া, সাংবাদিক দম্পতি নিহত হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার সাংবাদিক সমাজ তিনদিনের কালো ব্যাজ ধারন কর্মসূচি হাতে নিয়েছেন।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।