নওগাঁর ধামইরহাটে জমি জমা সংক্রান্ত সংঘর্ষে নিহত ১ আহত ২

নওগাঁর ধামইরহাটে জমি জমা সংক্রান্ত সংঘর্ষে নিহত ১ আহত ২

আববাস আলী, নওগাঁ প্রতিনিধি,এসবিডিনিউজ24 ডট কমঃ নওগাঁর ধামইরহাটে জমি জমা সংক্রান্ত সংঘর্ষে নিহত ১জন ও ২ জন গুরুতর আহত হয়েছে । পুলিশ ২ মহিলাকে আটক করেছে। খুনিদের ফাঁসির দাবীতে এলাকাবাসী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।

জানা গেছে, ১৬ এপ্রিল (সোমবার) উপজেলার অমরপুর গ্রামের বছির উদ্দীনের পুত্র আতোয়ার রহমান, আফজাল হোসেন, মোজাফ্ফর রহমানসহ কয়েক জন মিলে বিবাদমান জমিতে পাট বীজ বপন করে পাওয়ার ট্রলি যোগে বাড়ীতে ফিরছিল। প্রতিপক্ষ ইসাহাক আলীর বাড়ির নিকট রাস্তা দিয়ে যাওয়ার সময় অর্তকিতভাবে ইসাহাক আলী, তার পুত্রদ্বয় ও বাড়ীর মহিলারা একযোগে আতোয়ার রহমান গংদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে আতোয়ার রহমান (৪৫) মারা যায়। গুরুতর আহত অবস্থায় আফজাল হোসেন (৩৮) ও তার ভাই মোজাফ্ফর হোসেন (৪০)কে প্রথমে ধামইরহাট স্বাস্থ্য কমপে­ক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী অমরপুর রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জানান, স্কুলে যাওয়ার সময় ইসাহাক আলীর বাড়ীর সামনে ইসাহাক আলী ও তার লোকজন কুড়াল, কোদাল, চাকু, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে আতোয়ার রহমান গংদের উপর অর্তকিত হামলা চালায়। নিহত আতোয়ার রহমানের বৃদ্ধ পিতা বছির উদ্দিন জানান, ৫০/৫৫ বছর ধরে আমরা উক্ত ৩৬ শতক জমি ভোগ দখল করে আসছি। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দুত আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। ধামইরহাট থানায় ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে ইসাহাক আলীর স্ত্রী খোতেজা বেগম (৫০) ও তার পুত্র বধু রুবিনা (২৪) কে আটক করা হয়েছে। নিহতের পুত্র জাহাঙ্গীর আলম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। এদিকে নিহত আতোয়ার রহমানের খুনিদের ফাঁসির দাবীতে দুপুরে এলাকাবাসী উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এসবিডি নিউজ ডেস্ক