বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডঃ আহত ৬, ভস্বীভূত ৬ দোকান

বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডঃ আহত ৬, ভস্বীভূত ৬ দোকান

জাফরল হাসান রহান, বরগুনা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বরগুনার আমতলী পৌর শহরের ডাকঘর সড়কে ১৫ এপ্রিল (রোববার) রাত ১২ টার দিকে এক অগ্নিকান্ডে ছয়টি দোকান ও বসতঘর ভস্বীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ছয়জন। এতে আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান রোববার রাত আনুমানিক ১২ টার সময় সাবেক পৌর কাউন্সিলর মজিবুর রহমানের মাছের গদি থেকে অগ্নিকান্ড শুরু হয়। এর পরে বেল্লাল ভেন্ডার, চুন্নু মিয়া, বাবুল , জাকির হোসেন, জনতাপাঠাঘরে আগুন দ্রুত ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় জনগন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আমতলী দমকল ষ্টেশনের অধিনায়ক হারুন-অর-রশিদ বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তা এখনো পরিস্কার নয়। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে বশীর (২৭)ও মনজ কুন্ডু(১৬) গুরুতর আহত হয়।

এসবিডি নিউজ ডেস্ক