কেটি হিল: মার্কিন কংগ্রেস থেকে পদত্যাগ

কেটি হিল: মার্কিন কংগ্রেস থেকে পদত্যাগ

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কেটি হিল (৩২)। মার্কিন এই আইনপ্রণেতার বিরুদ্ধে নগ্ন ছবি প্রকাশ ও পরকীয়ার অভিযোগ ওঠার পর রোববার তিনি কংগ্রেসের সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ডেমোক্রেট দলের সদস্য কেটি হিল ২০১৮ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত হন। তবে কেটি এক টুইটে বলেছেন, যৌন কেলেঙ্কারির অভিযোগ ভিত্তিহীন। তবে যেহেতু তার বিরুদ্ধে এ নিয়ে তদন্ত চলছে, তাই তিনি ভাঙা হৃদয় নিয়ে পদত্যাগ করছেন।

টুইটারে তিনি পদত্যাগ সম্পর্কে লিখেছেন, আমি বিশ্বাস করি আমার নির্বাচনী দায়িত্ব, আমার সম্প্রদায় ও দেশের জন্য এটাই উত্তম। চলার পথে ভুল-ভ্রান্তির জন্য হিল তার পদত্যাগপত্রে ক্ষমা চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনী লড়াইয়ের সময় এক নির্বাচনী কর্মীর সঙ্গে অশোভন সম্পর্কের কথা স্বীকার করেছেন কেটি। তবে কংগ্রেসে নিজ অফিসের কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ তিনি অস্বীকার করেছেন। কংগ্রেসের এথিপ কমিটি গত বুধবার জানায়, হিলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তারা অবগত। তারা অভিযোগটি তদন্ত করছে।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles