যুক্তরাজ্যে কন্টেইনার থেকে ৩৯ লাশ উদ্ধার

যুক্তরাজ্যে কন্টেইনার থেকে ৩৯ লাশ উদ্ধার

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির কন্টেইনার থেকে ৩৯টি লাশ উদ্ধার করা হয়েছে। বিবিসি জানায়, এসেক্সের গ্রেজ এলাকার ইস্টার্ন এভিনিউতে অবস্থিত ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে মঙ্গলবার রাতে লাশ ভর্তি কন্টেইনারটি পাওয়ার পরই স্থানীয়রা অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেয়। পরে অ্যাম্বুলেন্স সার্ভিস স্থানীয় পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় ওই লরির চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, লরিচালক ওই ব্যক্তিদের হত্যার পর লাশগুলো লরির কন্টেইনারে লুকিয়ে রাখেন। তিনি নর্দার্ন আয়ারল্যান্ডের অধিবাসী।

প্রাথমিক পরীক্ষা থেকে ধারণা করা হচ্ছে, মরদেহগুলোর ৩৮টি প্রাপ্তবয়স্ক ব্যক্তির ও একটি কিশোরের।

এসেক্স পুলিশ জানায়, লরিটি শনিবার বুলগেরিয়া থেকে হলিহেড হয়ে এসেক্সের গ্রেস শহরের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিয়ে রাখেন চালক। পার্কটি ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে তদন্ত চলছে।

তারা আরও জানায়, লাশগুলো শনাক্তের কাজও শুরু হয়েছে। তবে এ জন্য বেশ সময় লাগবে। এ ছাড়া লরিচালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles