ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ।। পরিস্থিতি এখন স্বভাবিক

ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ।। পরিস্থিতি এখন স্বভাবিক

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ দুর্ঘটনায় এক গার্মেন্ট শ্রমিক আহত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

পুলিশ জানায়, বুধবার সকালে সদর উপজেলার ভোগড়া এলাকায় সড়ক অবরোধের সময় কয়েকটি বাস ভাংচুর এবং একটি বাসে আগুনও দেয়। জয়দেবপুর থানাধীন ভোগরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল আলীম জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার চৌধুরী বাড়ি এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে এক গার্মেন্ট শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় জয়দেবপুর চৌরাস্তাগামী গার্মেন্টেসের শ্রমিকবাহী একটি বাসের (ঢাকা ব-২৭২৬) ধাক্কায় তিনি আহত হন।

এরপর স্থানীয় লোকজন ওই বাসটি আটক করে। শ্রমিক আহত হওয়ায় আশেপাশের কয়েক গার্মেন্টসের শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা ওই বাসটি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।

শ্রমিকদের অবরোধে এক ঘণ্টা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পৌনে ১০টার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে এসআই ইকবাল জানান।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।