অনিশ্চিত উতল হাওয়া (ফারহানা খানম)

অনিশ্চিত উতল হাওয়া (ফারহানা খানম)
ছবি: ফারহানা খানম।

~~অনিশ্চিত উতল হাওয়া~~

—ফারহানা খানম—
************************************************************************************

তোমার চোখে কষ্টের চোরা খালে
স্বপ্নগুলো যেন নীল পদ্মকুড়ি
হয়ে ফুটেছিল ।
পাশেই পলেস্তরা খসা পড়ো বাড়ির
উঠোনে শিশির মাখা ঘাসে পা ডুবিয়ে
আমি স্বপ্ন বুনি রোদের সুতোয় ,
সবুজের বুকে আলো -ছায়ার
স্পষ্ট বিভাজনে
দেখি ভাটি জলে এক নৌকো, জোয়ারের অপেক্ষায় ।
নদীর ওপারে
একলা শালিকের চোখে
পরিযায়ী আকাঙ্খারা ডানা মেলে ;
নোনা গাছের পাতায় পাতায় আল্পনা আঁকে
গোধূলি রোদ্দুর !
আমার দৃষ্টিতে জলবন্দী স্বপ্ন আর
তোমাতে অনিশ্চিত উতল হাওয়া ।
________________________________________________________________

অতিথি লেখক