পিনাক-৬ এর সন্ধান মেলেনি এখনও!

পিনাক-৬ এর সন্ধান মেলেনি এখনও!

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ এর উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করেও ইতিবাচক কোনো ফল এখনো পাওয়া যায়নি। শনিবার মাওয়া ঘাটের এক কিলোমিটারের মধ্যে পদ্মার তলদেশে একটি অজ্ঞাত বস্তুর অবস্থান ধরা পড়ে অনুসন্ধানকারী নৌযান কান্ডারি-২-এর ইকো সাউন্ডার নামের যন্ত্রে। ওই অজ্ঞাত বস্তুটির আকার ডুবে যাওয়া লঞ্চটির সমান। তবে বস্তুটি ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ কি না, সে ব্যাপারে আজ সকাল পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। রোববার সকাল থেকে সপ্তম দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ১০টি জাহাজ উদ্ধারকাজ চালাচ্ছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে শনিবার রাতে উদ্ধারকাজ বন্ধ থাকে। রোববার সকাল থেকে ফের শুরু হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার কাওড়াকান্দি থেকে মাওয়া আসার পথে তিন শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চের অবস্থান জানতে ছয় দিন ধরে পদ্মার ৫০ বর্গকিলোমিটার এলাকায় অভিযান চলছে। লঞ্চডুবিতে এখনো নিখোঁজ রয়েছে ৬৪ জন। ৪৬টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ২৮ জনের পরিচয় মিলেছে। ১৫ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। এদিকে, দুর্বিষহ যন্ত্রণায় কাটছে নিখোঁজ যাত্রীদের স্বজনদের জীবন। প্রিয়জনের লাশটি পাওয়ার আশায় তারা গত এক সপ্তাহ ধরে পদ্মার দুই পাড়ে পড়ে আছেন। উদ্ধারকাজে সরকারের আন্তরিকতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

নিজস্ব প্রতিনিধি