সারা বছর কেন্দ্রীয় শহীদ মিনার থাকে অরক্ষিত !

সারা বছর কেন্দ্রীয় শহীদ মিনার থাকে অরক্ষিত !

বেহাল দশায় সারা বছর থাকে কেন্দ্রীয় শহীদ মিনার। দুঃখজনক হলেও বাস্তব সত্য এটি। বছর জুড়ে এই পবিত্র স্থানটি থাকে অরক্ষিত। প্রশাসনের সামনে চলে নানবিধ অপকর্ম। ফ্রেব্রুয়ারী মাস আসলেই এই শহীদ মিনারের পবিত্রতা রক্ষার কাজে সরকার দৃষ্টিপাত হয়। বরাদ্দ দেয়া হয় কোটি কোটি টাকা। এই প্রহসহের মানে কী? শুধু মাত্র দিবস পালনের জন্যই কী ২১ ফেব্রুয়ারী? সারা বছর জুড়ে এই স্থানটির কী কোন-ই মূল্য নেই? এসবিডি নিউজ24 ডট কম এর পক্ষে শহীদ মিনারের বেহাল দশার চিত্র তুলে ধরেছেন পত্রিকাটির নিজস্ব প্রতিনিধি মাহবুব আলম। 

ব্যাপক উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি পালিত হল সারা দেশব্যাপী। কিন্তু বছরের বাকি দিনগুলোতে অরক্ষিত অবস্থায় থাকে শহীদ মিনার এলাকা। ২২শে ফেব্রুয়ারি সরজমিনে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা দেখে বোঝাই যায় না ২১ তারিখে কোন প্রকারের জাতীয় অনুষ্ঠান হয়েছে এখানে। ভবঘুরে,হকার, ভিক্ষুকদের দৌরাত্ন পাশাপাশি আপত্তিকর অবস্থায় বসে রয়েছে অনেক জুটি। দেখার কেউ নেই। নেই কোন অভিভাবক। আশে পাশের এলাকায় বসে বসে চলছে মাদক গ্রহণ গাজা সেবনের আড্ডা। মূল বেদিতে জুতা পায়ে উঠা নিষেধ এনিয়ে একটি সাইনবোর্ড দিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় শেষ। অনেকে জুতা নিয়েই মূল বেদিতে ঘোরাফেরা করছে। ভবঘুরেদের অনেকেই শুয়ে আছে সেখানে। ময়লা আবর্জনার স্তুপ সেখানে। শহীদ মিনারের একপাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বড় করে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানিয়ে দিলেত্ত সেটি দেখ ভাল করার মত কেউ নেই। মহামান্য হাইকোর্ট এ রীট পিটিশন নং-১০৭৯/২০১০ এ এক আদেশে ৩ জন নিরাপত্তা কর্মী এবং ৩ জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেন। কিন্তু কয়েক ঘন্টা অবস্থান করে নিরাপত্তা কর্মী এবং পরিচ্ছন্ন কর্মী কারো কোন দেখা পাত্তয়া যায়নি।একুশে ফেব্রুয়ারির পরদিনেই দেখা যায় সেখানে অরাজক পরিবেশ। শহীদ মিনারের পিছনেই রয়েছে পরগাছার মত গড়ে উঠা হযরত তেল শাহের মাজার। ধীরে ধীরে সেটির আকার আকৃতি বেড়েই চলেছে দিনে দিনে। গ্রাস করে ফেলছে ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে গড়ে ত্তঠা শহীদ মিনার এলাকা।এ বিষয়ে শহীদ মিনারে ঘুরতে আসা কয়েক জনের সাথে কথা বলে জানা যায় এ ক্ষেত্রে সরকারের ব্যর্থতা, সচেতনার অভাব,নিরাপত্তা কর্মীর অভাব, কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন। বছরের একটি মাত্র দিনে ভাষা শহীদদের স্মরণ করা হয়,স্মরণ করা হয় শহীদ মিনারকে কিন্তু তার পরের দিন থেকেই বেহাল দশা। অমর্যাদা করা হচ্ছে ভাষা শহীদদের। ময়লার আস্তর পরিষ্কার করা হয় শুধুমাত্র ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। বাকি দিনগুলো অরক্ষিতভাবে পড়ে থাকে অনাদরে অবহেলা। এ জন্য প্রয়োজন সকলের সজাগ দৃষ্টি সচেতনতা।      

 

editor

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।