আইপিএল হল ভারতীয় ক্রিকেটের বিদ্যা বালানঃ বিষেন সিং বেদি

আইপিএল হল ভারতীয় ক্রিকেটের বিদ্যা বালানঃ বিষেন সিং বেদি

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ইনডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আর বলিউডের ঝড় তোলা নায়িকা বিদ্যা বালান নাকি একই রকম! সম্প্রতি এ মন্তব্য জুড়ে মাঠ গরম করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিষেন সিং বেদি। বিতর্ক কীভাবে তৈরি করতে তিনি ভালই জানেন। তুলনা টানার প্রসঙ্গতেও তিনি একেবারে মাস্টারক্লাসে পড়েন। সেই বিষেণ সিং বেদী আইপিএলকে ভারতীয় ক্রিকেটের বিদ্যা বালান বলে উপহাস করলেন। ভারতের সাবেক অধিনায়ক বেদি বলেছেন, “আইপিএল নিয়ে বলা ঠিক আমার বিষয় নয়। টেস্ট ক্রিকেটই আমাদের ঐতিহ্য। তবে আমরা আমাদের ঐতিহ্য বাঁচাতে মোটেও আগ্রহ দেখাচ্ছি না। খুব দুঃখ হচ্ছে আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যেতে বসেছে”। এই কথাগুলো বলার পরই বেদী হাসতে হাসতে বলেন, “আইপিএল হল ভারতীয় ক্রিকেটের বিদ্যা বালান-মানে যেখানে শুধু বিনোদন, বিনোদন, বিনোদন”।

তবে অনেকেই বলছেন, “আইপিএলকে বিদ্যা বালান বলার পিছনে আসলে বেদী বলতে চেয়েছেন ডার্টি পিকচারের প্রসঙ্গ।`ডার্টি পিকচার`সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। শ্রীশান্তদের সৌজন্যে আইপিএলও যে ডার্টি পিকচার উপহার দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।”

সূত্র : জি নিউজ

আন্তর্জাতিক ডেস্ক