দৃশ্য যদি বদলাতে চায়, বদলাক (খালেদ হোসাইন)

দৃশ্য যদি বদলাতে চায়, বদলাক (খালেদ হোসাইন)

***দৃশ্য যদি বদলাতে চায়, বদলাক***
:::খালেদ হোসাইন:::

============================================================================

যা হবার তা-ই হোক। তা
হয়ে যাক। দ্রুত হোক।
>>>
গণতন্ত্রের জন্য হোক।
মানুষের জন্য হোক।
কল্যাণের জন্য হোক।
সুন্দরের জন্য হোক।
>>>
বিশাল এক অশ্ব এসে দাঁড়িয়েছে আমার সামনে।
সে আমাকে নিয়ে যেতে চায় তেপান্তরের মাঠ পেরিয়ে
কান্তারের পথে।
অথচ আমি জীবনে আমি কখনো লাগামই স্পর্শ করিনি।
আমাকেই কেন তুমি বয়ে নিলে শুভ সকাল!
>>>
বহু দূরে বসে, তোমার উদ্দ্যেশ্যে বলি, শুভ সকাল!
জানালার বাইরে রঙিন বাগান। মিষ্টি একটা রোদ
সবকিছু ঘিরে আসে। এখানে কত-রকম পাখি যে ডাকে!
তোমার কথা মনে পড়ে, বলি, শুভ সকাল!
>>>
আমি জানি না, কেমন কাটছে এই সকালটি তোমার।
সকালটি সুন্দর হওয়া খুব জরুরি। দিনের শুরুতে তবে
কিছু অন্তত পাওয়া যায়। তারপর তো কুরুক্ষেত্রে নামা-
রক্তাক্ত প্রান্তরে গড়াগড়ি। তাই মেঘ-মাখা আকাশে তাকিয়ে
তোমার উদ্দেশ্যে বলি, শুভ সকাল।
>>>
জানি দেশ ধীরে ধীরে রসাতলে যাচ্ছে। জানি,
সাধারণ মানুষের জীবন ডাঙায় তোলা মাছ।
জানি আমাদের লোকালয় নরকের প্রতিচ্ছবি আজ।
জানি আজ পয়লা মে- বিশ্ব শ্রমিক দিবস। মঞ্চে মঞ্চে
বক্তৃতার ফুলঝুরি। তবু তোমার উদ্দেশ্যে বলি,
শুভ সকাল!

____________________________________________________________________________

অতিথি লেখক