শাহবাগনামা…. ###ভাস্কর চৌধুরীঃ###

শাহবাগনামা…. ###ভাস্কর চৌধুরীঃ###

শাহবাগনামা….
###ভাস্কর চৌধুরীঃ###

============================================================================

এ হলো মানুষ পোড়ানো কয়লার দলা ।
তাতে পড়ছিলো রক্তের বীজ ।
আজ দলা বেঁধে শক্ত ।
শক্তি ।
এখানে এসে দলাবেঁধে পড়ে আছে ।
ভেতরে অনল ।
দহন ।
দাহ ।
এ হলো মানুষের শবের
তৃতীয় প্রজন্ম ও সন্তান ।
>>>
দলাবেঁধে আছে । এ হলো দাহ্য ।
অসহ ।
তবু সত্য ।
দূরে দাঁড়িয়েও পুড়ছে ।
পুড়ে যাচ্ছে আজহাদা ময়লারা ।
কত হাজার দিবা ও রজনী পার
হয়ে তারপর
এই একবার এই দলাপাকানো আলো
কয়লাপ্রবাহ উঠে আসছে ।
এরা থামছে না ।
গোল হয়ে , অথবা লম্বা .
যেনো বা মিছিল ,
পোড়া বাঁশের গিটের মত
ফেটে পড়ছে ।
ছড়াচ্ছে আগুন ।
এ হলো দ্রুত ধেয়ে আসা
বাতাসে ধ্বনি
তাতে বাড়াচ্ছে তেজ ।
এ হলো দীপ্তিময়
সূর্য ও নক্ষত্র সমাজ ।
তলে তলে শুন্যতায় বেড়ে ওঠা
মহা বিষ্ফোরণে সৃষ্ট মিনিটেই ।
এ হলো সৃষ্টি ।
সমুদ্র মন্থিত অমৃত ।
>>>
এ হলো বিভাসিত ।
পায়ের চটির তলা থেকে উত্থিত
এ হলো বিভাস ।
এ হলো সর্বনাশ থেকে উঠে আসা
ঘামের অনল প্রবাহ ।
এ হলো চিরসত্ত্বাবান
মানুষের রুহের দ্যূতি ।
সদা ঘুর্ণায়মান
এবং শ্বাশতঃ ।
এ হলো পরম আয়ু ।
নিয়মিত প্রবাহমান ।
মৃতদের ফিরিয়ে দেয়া
সদা চলমান ।
>>>
এ হলো পাহাড়ের ভেতরে ভেতরে
জমে থাকা মাটি ও পাথর ।
যা চাপে তাপে রক্তে বিধৌত ।
এ হলো পবিত্র শব্দে ফেটে পড়া
সকালের ঘুম থেকে তাজা জাগরণ ।
>>>
মানুষের রাজ্যপাট আর লালসা ।
লুট করা সোনা ও নারীর যৌবন ।
ফাটিয়ে দেয়া গুগ্ধবতী নারীর
স্তন থেকে চূঁয়ে পড়া আ-খাওয়া
আঠার মত লাভা ।
আঠারো মোকাম ।
বাঁশের কোটি বসতে আগুনের
জমানো তেজ । লেলিহান ।
তস্য জমিনের দখলি দাহনকালের
পর এ হলো এক অপরূপ উত্থান ।
এ হলো হাজার মিছিলে কোটির
জীবিত ও মৃতের জমাট শ্লোগান
এ হলো পবিত্র যিশু ও মাতাদের
একত্রীকরণ ।
>>>
তোমরা এর ভেতরে ঢুকতে পারবে সেদিন ,
যে দিন তুমি পাপমুক্ত যিশু হয়ে যাবে ।
এখানে রাজারা আসে না ।
এখানে তাদের চেয়ার বরাদ্দ নেই ।
এখানে তাদের কফিন
রয়েছে থরে থরে সাজানো শুধু ।
যে ছদ্ববেশেই আসুক না ক্যানো ,
এখানে সে কাটা পড়বেই ।
এ হলো সত্যের অমোঘ বিধান ।
এ হলো শাহবাগ প্রজন্ম চত্বর ।
যিশু হয়ে ঢোক ।
নয়তো সরে যাও ।
>>>
আমরা জানি , কে কোথায়
ভাবছে বসে নিজের পরিত্রাণ ।
কে কোথায় আঁকছে বসে নিজেদের
পাশা খেলা ছক । কে কোথায়
বানাচ্ছে দোতারা আর
কে কোথায় বানাচ্ছে বোমারু বিমান ।
>>>
দরজাবিহীন ঘর ।
তবু দ্যাখো আজো কোন কুবাতাস
এখানে ঢোকে নি ।
এ হলো প্রজন্ম চত্বর ।
সাহস যদি থাকে
একবার ঢুকে দ্যাখো ।

অতিথি লেখক