কাজরী তিথি জামান এর কবিতা (নিত্যকথা)

কাজরী তিথি জামান এর কবিতা (নিত্যকথা)
নিত্যকথা
=====
>>>কাজরী তিথি জামান>>>
==========
নিজের মধ্যে নিজে লুকিয়ে থাকি,
নিরন্তন লজ্জার গভীরে খুঁজি নিস্তার ।
আমার প্রেম,আমার আপন বলয়
আমার স্বজন,আমার সম্পর্ক, দূরাভাষ
সবকিছু রেলগাড়ীর দু’পাশে ছোটে –
স্থির আমি দেখি,কে কাকে দিচ্ছে ফাঁকি
শুধু স্বপ্নগুলো একেবারে অন্যরকম !
আলো,অন্ধকার,অপমান,অবজ্ঞা,অবহেলা,
সব রকম সজ্জায় বারবার ফিরে ফিরে আসে-
স্বপ্ন বাঁচায়,বেঁচে থাকতে ভালোবাসে ।

অতিথি লেখক