ওবায়েদ আকাশ এর কবিতা (বৃষ্টি পড়ছে…)

ওবায়েদ আকাশ এর কবিতা (বৃষ্টি পড়ছে…)

বৃষ্টি পড়ছেঃ
>>ওবায়েদ আকাশ>>

ঐদিকে, সীতাঘাট ধরে বৃষ্টি পড়ছে
           শুল্কের বাজার পড়েছে, পদ্মায়
                   ভাল জন্মেছে ইলিশের পোনা

ধনেশের মেয়ের সম্বন্ধটি ভালই ঘটেছে
পলকে রটেছে বাবা
মোটা ভাত মোটা কাপড় ক’জনার জোটে আর!

পরিশ্রমী গাভীগুলো বান উজাড় করে দুধ দেয়, প্রত্যুষায়
ভরে ওঠে কাঁচা সবজির ঝুড়ি : অলক্ষ্যে-

পাড়ার স্কুলঘরে ফি-বার্ষিক সম্মেলন হলো :
শিশুদের জন্য চাই প্রস্ফুটিত গোলাপের বাগান
                         স্বাস্থ্যকর খেলার সামগ্রী
                                     দীর্ঘতম মাঠ

তোমার জন্য প্রবাহিত দ্বীপান্তরের হাওয়ায়
                          এ খবর পৌঁছে যাবে ঠিক

একটি মাত্র ইলিশের বিনিময় হলে
             মিটে যাবে সমস্ত পারাপারের দেনা

তুমি ফিরে এসো

অতিথি লেখক