ওবায়েদ আকাশের কবিতা (পূর্বাপর ভিত্তিহীন)

ওবায়েদ আকাশের কবিতা (পূর্বাপর ভিত্তিহীন)

***পূর্বাপর ভিত্তিহীনঃ

>>ওবায়েদ আকাশঃ>>

যে যেমন করেই বলো

কোনো ভিত্তিহীন চেহারা তোমাকে কিছুই ইঙ্গিত করতে পারে না

যতই তুমি রানড়বাঘর, অন্ধকার, বাথরম্নম, গৃহগলি

মুহূর্তে আলোকিত করে দাও

অগণিত আলোর চেহারা চারদিকে ভেসে উঠবে শুধু

এখন তো ভরা বর্ষার মাছ ধরছে জেলে

মাছের তেলে মাছ ভাজছেন মা, আর

উদোম দেহে গরম্নবাছুর সাঁতরে নিচ্ছে রাখাল

তারা এই নগরজ্বরে বিদেশ বিভুঁইয়ে কী করে উত্তাপ ছড়াবে বলো!

কিংবা আরব সাগরের পারে মরম্নভূমির মরীচিকা জুড়ে

কী করে অবয়ব পাবে ভাবো!

তবু রাত্রি হলে তোমার নামে পুনরায় সঙ্গীত রচিত হয়

তারা তোমার শরীরে শরীর রেখে

নাক ডাকে, হাই তোলে, ঘুমের দুর্গন্ধ ছড়ায়

আর ছুঁতে গেলেই তোমার গাঁয়ের নামে বকুনি দেয় কত

তখন তোমার ঘুম ভাঙে

কে যেন মায়ের মতো ইঙ্গিত করে সারাদিন কত কথা বলে

এসব কিছুরই কোনো পূর্বাপর ভিত্তি থাকে না

অতিথি লেখক