খালেদ হোসাইনের কবিতা (কোনো প্রশ্ন কোরো না আমাকে)

খালেদ হোসাইনের কবিতা (কোনো প্রশ্ন কোরো না আমাকে)

>>কোনো প্রশ্ন কোরো না আমাকে>>

খালেদ হোসাইনঃ

 

প্রশ্নগুলো উড়ে উড়ে আসে

বৈশাখি বাতাসে।

হাত থেকে হাত খসে যেতে চায়

যেকোনো পথের বাঁকে।

 

পৃথিবীতে পথ ছাড়া কিছু নেই

শূন্যেও রচিত পথ

পা যদি না-চলে তবে,

চলে মনোরথ।

 

পথ মানে খানাখন্দ, দ্বিধা-দ্বন্দ্ব

তপ্ত মরম্নভূমি

পথও মাতাল হয়

করে গোয়ার্তুমি।

 

প্রশ্নগুলো উড়ে উড়ে আসে

বৈশাখি বাতাসে

বুক শুধু দুরম্নদুরম্ন করে

উত্তর জানি না কোন তাসে।

 

প্রশ্নগুলো হৃৎপি- ভেদ করে যায়

বৈশাখি হাওয়ায়

কপালে ঘাম ঝরে, বলিরেখা বাড়ে

ঝলসে যাই উত্তপ্ত তাওয়ায়।

 

এত প্রশ্ন কোথা থেকে আসে?

প্রশ্নগুলো অবশ্য সঙ্গত।

জবাব তো জানা নেই তার

প্রতিটি প্রশ্নেই বাড়ে ক্ষত।

 

ক্ষত থেকে রক্ত ঝরে

তপ্ত মাটি শুষে নেয় তাকে

আমি এত গোবেচারা

কোনো প্রশ্ন কোরো না আমাকে।

 

 

বিভাগীয় প্রধান