নিকোলাস পরাজিতঃ ওলাঁদ ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট

নিকোলাস পরাজিতঃ ওলাঁদ ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ নিকোলাস সারকোজিকে পরাজিত করে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্যোশালিস্ট পার্টির ফ্রাঁসোয়া ওলাঁদ। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দ্বিতীয় দফার ভোট গণনার পর কর্তৃপক্ষ ফলাফল ঘোষণা করেন।

বিবিসি সূত্রে জানা গেছে, এ নির্বাচনে প্রায় ৫২% ভোট পেয়ে ওলাঁদ জয়ী হয়েছেন। আর বিদায়ী প্রেসিডেন্ট সারকোজি পেয়েছেন ৪৮% ভোট। এ মাসের শেষ দিকে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ওলাঁদের এ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় ফিরেছে সোশালিস্ট পার্টি।

এদিকে ওলাঁদকে অভিনন্দন জানিয়ে সারকোজি দ্বিতীয় দফায় নির্বাচিত না হওয়ার ব্যর্থতার দায় নিজের বলে স্বীকার করেছেন। ১৯৮১ সালের পর এ প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন।

ওলাঁদ নিজেকে ফ্রান্সের যুব সমাজের প্রতীক বলে সম্বোধন করেন। একই সঙ্গে ইউরোজোনের সদস্য রাষ্ট্র হিসেবে ঋণ সঙ্কট মোকাবেলা করে দেশের প্রবৃদ্ধি বাড়াতে নিজের প্রতিশ্রুতিতে দৃঢ় প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেন তিনি।

গত ৩০ বছরে নিজ দলের বিভিন্ন উচ্চ পর্যায়ে কাজ করলেও মন্ত্রী হওয়ার কোনো সুযোগ পাননি বর্তমান প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত ২২ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে ১.৪৫% ভোট বেশি পেয়ে সারকোজিকে পরাজিত করেন ওলাঁদ।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles