অবৈধ অভিবাসী আটক করতে যুক্তরাজ্যে হেলিকপ্টার অভিযান!

অবৈধ অভিবাসী আটক করতে যুক্তরাজ্যে হেলিকপ্টার অভিযান!

এসবিডি নিউজ২৪ ডট কম,ডেক্সঃ হেলিকপ্টার অভিযান চালিয়ে দুই অবৈধ বাংলাদেশী অভিবাসীকে আটক করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার রাতে এসেক্স থেকে টিলবারি শহরে পালিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এসেক্সে একটি ভারতীয় রেস্তোরাঁয় যুক্তরাজ্যের বর্ডার এজেন্সির সদস্যরা অভিযান চালালে সেখান থেকে পালায় তারা। এসেক্সের বিশপস স্টোর্টফোর্ডের বাণিজ্যিক এলাকা ও হটফিল্ড হেলথে বর্ডার এজেন্সির স্থানীয় অভিবাসন টিম রাত ৮টার দিকে হটফিল্ড হেলথে অভিযান শুরু করে। হার্টসের পুলিশ সদস্যরা তাদের সহায়তা করে। ভারতীয় মালিকানার জাফরানি রেস্তোরাঁর ভেতর থেকে তিন ও সামনে থেকে এক বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়। সেখানে কর্মরত দুই বাংলাদেশী পালিয়ে যায়। তখন বর্ডার এজেন্সির কর্মকর্তারা এসেক্স পুলিশের কাছে তাদের বিবরণ দিলে ওই দুজনকে ধরতে হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করে পুলিশ। বর্ডার এজেন্সি জানায়, গ্রেপ্তার হওয়া ছয় বাংলাদেশীর মধ্যে পাঁচ জনের ভিসার মেয়াদ পার হয়েছে এবং একজনের স্টুডেন্ট ভিসার মেয়াদ এখনো রয়েছে। ভিসার মেয়াদোত্তীর্ণ পাঁচজনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদের দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেয়া হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে এসব বাংলাদেশীকে কাজ দেয়ার অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার পাউন্ড জরিমানা গুণতে হতে পারে জাফরানি নামের ওই রেস্তোরাঁটিকে। এর আগে ওই দিন সন্ধ্যায় বিশপস স্টোর্টফোর্ডের লন্ডন সড়কের ক্যাফে মাসালায় অভিযান চালিয়ে ভিসার মেয়াদোত্তীর্ণ আরেক বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়। ২০ বছর বয়সী এই বাংলাদেশীকেও আটকে রাখা হয়েছে এবং তাকেও দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া যথাযথ নিয়ম অনুসরণ করে কাজ দেয়ার প্রমাণ দিতে না পারলে ওই রেস্তোরাঁকেও সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরিমানা গুণতে হতে পারে।

প্রসঙ্গত,গত সাত সপ্তাহে ২৫ জনের বেশি অবৈধ বাংলাদেশী অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইউকে বর্ডার এজেন্সি। অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ও ভিসার মেয়াদ পার হওয়ার পরেও অবস্থানসহ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে কাজ করছে বর্ডার এজেন্সি।

সূত্রঃ বিবিসি অন লাইন।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।