খালেদ হোসাইনের কবিতা (দালানবাড়ি)

খালেদ হোসাইনের কবিতা (দালানবাড়ি)

>>দালানবাড়িঃ

খালেদ হোসাইন>>

 

ইট খসে-পড়া পুরনো দালানবাড়ি

অরণ্য ঘেঁসে এখনো দাঁড়িয়ে আছে

কত লতাপাতা জড়িয়ে ধরেছে তাকে

যেন সে না-পারে মেঘলোকে দিতে পাড়ি।

 

পুরনো পাখিরা নতুন পালকে সেজে

নতুন পাখিরা পুরনো আবেগ ঢেলে

গান গেয়ে তাকে আনন্দ দিতে চায়

যদিও ইঁদুর ক্রমাগত খোঁড়ে মেঝে।

 

ফাটল-ধরা এ শ্যাওলাধূমল বাড়ি

আজকাল দেখি স্বপ্নে ও বাসত্মবে

একদিন তার জৌলুস ছিল বটে

তবু অচিরেই দেবে সে আকাশপাড়ি।

 

বিভাগীয় প্রধান