ইসরাইল বিশ্বের ভঙ্গুর শান্তির জন্য এরইমধ্যে বিপজ্জনক হয়ে উঠেছেঃ গুন্টার গ্রাস

ইসরাইল বিশ্বের ভঙ্গুর শান্তির জন্য এরইমধ্যে বিপজ্জনক হয়ে উঠেছেঃ গুন্টার গ্রাস

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ইসরাইলকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন জার্মান কবি ও সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী গুন্টার গ্রাস। পাশাপাশি তিনি তেল আবিবের পরমাণু অস্ত্র নিয়ে পশ্চিমাদের দ্বৈতনীতিরও তীব্র সমালোচনা করেছেন। “যে কথা অবশ্যই বলতে হবে” শিরোনামে গুন্টার গ্রাস একটি কবিতাও লিখেছেন। এতে তিনি ইসলামী ইরানের ওপর ইসরাইলের সম্ভাব্য হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল (বুধবার) জার্মানির সংবাদপত্রে তার এ কবিতা প্রকাশিত হয়।

গ্রাস তার কবিতায় পরমাণু অস্ত্র নিয়ে বলেছেন- কেন আমি শুধু এখন বলছি যে, ইসরাইল বিশ্বের ভঙ্গুর শান্তির জন্য এরইমধ্যে বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ এ কথাও বলতে হবে যে, আগামীকাল সে কথা বলার জন্য এরইমধ্যে অনেক দেরি হয়ে গেছে। জার্মানি সম্প্রতি ইসরাইলের কাছে ছয়টি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন বিক্রির যে পরিকল্পনা করেছে তার প্রতিবাদে গুন্টার গ্রাস এ কবিতা লিখেছেন। জার্মানির এসব সাবমেরিন পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। এর আগে, ১৯৯৮ এবং ২০০০ সালে ইসরাইলকে ডলফিন মডেলের দু’টি সাবমেরিন দেয়া হয়েছে। পারমাণবিক সাবমেরিন সম্পর্কে গ্রাস বলেছেন, “ধারণা করা যাচ্ছে যে আমরা একটা অপরাধের সরবরাহকারি হতে যাচ্ছি এবং কেউ একে সাধারণ অপরাধ বলে উড়িয়ে দিতে পারবে না।” তিনি তার কবিতায় আরও বলেছেন, “পশ্চিমাদের এই কপটতা বা দ্বৈতনীতি সম্পর্কে আমি কখনই নিশ্চুপ হব না।”

আন্তর্জাতিক ডেস্ক

Related articles