জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মারামারিঃ আহত ২

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মারামারিঃ আহত ২

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আওয়ামী লীগের সমর্থক বঙ্গবন্ধু প্রজন্ম লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে বিএনপির সমর্থক দেশনেত্রী পরিষদের নেতাকর্মীদের প্রেস ক্লাবের সামনে ৩০ মার্চ (শুক্রবার) সকালে মারপিটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন নামের দুইজন আহত হয়েছেন। বঙ্গবন্ধু প্রজন্ম লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। দেশনেত্রী পরিষদ তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেশনেত্রী পরিষদ প্রেস ক্লাবের গেটের পূর্ব পাশের দিকে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে যান। এক পর্যায়ে দেশনেত্রী পরিষদের মানববন্ধনের প্রধান অতিথি বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আসেন। এরপরই প্রজন্ম লীগের কর্মীরা দেশনেত্রী পরিষদের কর্মীদের ঠেলা-ধাক্কা দেন, মারধর করেন এবং মাইক ছিনিয়ে নিয়ে যান। এ সময় দেশনেত্রী পরিষদের কর্মীরা দৌড়ে প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নেন।

বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ব্যারিস্টার জাকির হোসেন বলেন, আমাদের কোনো নেতাকর্মী হামলা করেননি। নিজেরাই মারামারি করে তারা আমাদের দোষ দিচ্ছে।

দেশনেত্রী পরিষদের সভাপতি শহীদ চৌধুরী বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে সরকারি দলের সমর্থকরা স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছেন।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।