যে কেউ আইন অমান্য করলে রাষ্ট্র তা দেখবেঃ আইনমন্ত্রী

যে কেউ আইন অমান্য করলে রাষ্ট্র তা দেখবেঃ আইনমন্ত্রী

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এর সঙ্গে সাংঘর্ষিক অন্য যেকোনো আইন বাতিল বলে গণ্য হবে। ১৩ মার্চ (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় আসার আগেই সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা সঠিক হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নিশ্চয়ই হয়েছে। কারণ, সংক্ষিপ্ত রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিলের কথা বলা হয়েছে। ১২ মার্চ চারদলীয় জোটের সমাবেশে আসার পথে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাধা দেওয়ার বিষয়টি আইনের শাসন নির্দেশ করে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে কেউ আইন অমান্য করলে রাষ্ট্র তা দেখবে। খুনের মামলায় বিপ্লবের সাজা মওকুফ পাওয়া-সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। বিভিন্ন বিবেচনায় তিনি তা করতে পারেন। ওনাকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই।’ চারদলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে গাড়ি চলাচলে বাধা দেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ভয় পেয়ে মালিক পক্ষ যদি বাস না চালায় তাহলে কী করার আছে।

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।