সাযযাদ কাদিরের “খেই”

সাযযাদ কাদিরের “খেই”

সাযযাদ কাদির ব্যতিক্রমী কবি, বহুমাত্রিক লেখক। শিল্পচর্চায় তিনি নিরীক্ষাপ্রবণ, নতুনত্ব ও বৈচিত্র্যের সতত সন্ধানী। ষাটের দশকে কবিতার পাশাপাশি তাঁর ভিন্নধর্মী গল্প চমৎকৃত করেছিল পাঠকদের, পরে লিখেছেন ছোট উপন্যাস। সেগুলোর বেশির ভাগই রয়ে গেছে পত্রপত্রিকার বিশেষ সংখ্যায়, বই আকারে বেরিয়েছে শুধু ‘অপর বেলায়’, ‘অন্তর্জাল’ আর ‘খেই’। ‘অপর বেলায়’ যাত্রাদলের শিল্পীদের নিয়ে লেখা বাংলাদেশের প্রথম উপন্যাস। ‘অন্তর্জাল’ – যা ইনটারনেট-এর প্রতিশব্দ – তা অন্তর্জালিক বয়নে রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।

‘খেই’ ওই অর্থে পথিকৃৎ না হলেও ভাব, ভাষা, নির্মাণে অবশ্যই ব্যতিক্রমী। এ উপন্যাসের কাহিনী যাকে নিয়ে আবর্তিত  তার নাম শাইখ। সে ভালমানুষ, তবে অত নিপাট ভালমানুষ নয়। তারপরও তার সামান্য জীবন কাটে নানা রকম বিভ্রম আর বাস্তবের সঙ্গে বোঝাপড়া করে। এক সকালে তার ভাঙা নড়বড়ে বাসায় হাজির হয় এক চরমপন্থি গলা-কাটা নেতা, দুপুরে আসে এক সন্ত্রাসী টপটেরর, আর সন্ধ্যার পর ঢুকে পড়ে এক বিকারগ্রস্ত লুচ্চা। একা নয়, লুচ্চার সঙ্গে আসে এক নিলাজ রমণী। যেন ঘূর্ণিস্রোতে পড়ে যায় শাইখ। ক্রমশ তলিয়ে যেতে থাকে সে অবিশ্বাস্য পরিণতির দিকে এগিয়ে চলা রুদ্ধশ্বাস ঘটনাপ্রবাহের পাকচক্রে।

‘খেই’ প্রকাশ করেছে অগ্রদূত (মেলায় স্টল নং ৬২৭)। এর পৃষ্ঠাসংখ্যা ৭৯, দাম ৳ ১২০.০০। প্রচ্ছদ এঁকেছেন রনি মহালদার।

প্রধান সম্পাদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।