কূটনৈতিক তৎপরতায় বিএনপি

কূটনৈতিক তৎপরতায় বিএনপি

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করবে বিএনপি। পাশাপাশি আওয়ামী লীগের কূটনৈতিক পদক্ষেপে নজরদারি করবে দলটি। একটি প্রতিনিধি দলের ভারত সফর পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন চেয়ে জাতিসংঘে চিঠি দেয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। বিএনপি নেতারা বলেছেন, আগামী নির্বাচনে যেন জনগণ স্বাধীনভাবে মতামত প্রতিফলন করতে পারে সেজন্য একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। সে লক্ষ্যে বিএনপির কূটনৈতিক অঙ্গনের কর্মকাণ্ড আগের চেয়ে বেশি। দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বাইরের গণতান্ত্রিক শক্তির সমর্থন চাওয়া দোষের নয়।

জানা গেছে, নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপি এখন রাজপথমুখী। দলটি এখন রাজপথে কর্মসূচি আদায়ের পাশাপাশি সংসদ নির্বাচনকে টার্গেট করে কূটনৈতিক সমর্থনে জোর চেষ্টা চালাচ্ছে। বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশকে টার্গেট করে এগোচ্ছে বিএনপি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ভারত, চীনকে টার্গেট করে এখন কাজ করছেন বিএনপির নীতি নির্ধারকরা। এছাড়া দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের সুরক্ষায় জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে চিঠি দেয়া দেয়া হতে পারে। আবারও একটি পাতানো নির্বাচন সরকার করতে চায় বলে বিএনপির পক্ষ থেকে উদ্বেগ জানানো হচ্ছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ থেকেও একই বিষয়ে চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে।

এসবিডি নিউজ ডেস্ক