একদিনে ৩০০০ সংযোগ বিচ্ছিন্ন

একদিনে ৩০০০ সংযোগ বিচ্ছিন্ন

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: আবাসিক গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানের নেমেছে বিতরণ সংস্থা তিতাস। বকেয়া বিল না পেয়ে রাজধানীর ৩ হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে সংস্থাটি। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকায় এ অভিযান শুরু করেছে তিতাস।

তিতাস মেট্রো ঢাকা বিপণন ডিভিশনের (উত্তর) কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সংযোগ বিচ্ছিন্ন করতে ৪২টি দলে ভাগ হয়ে অভিযান চালানো হচ্ছে। যদি একদিকে সব সংযোগ বিচ্ছিন্ন করা না যায় তাহলে অভিযান দ্বিতীয় দিনে গড়াবে। বকেয়া পরিশোধ করতে আবারও সংযোগ দেয়া হবে বলে জানিয়েছে তারা।

রাজধানীর রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ানবাজার থেকে সাঁতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতাধীন। এসব এলাকার প্রায় ৩ হাজার আবাসিক গ্রাহকদের বিল বকেয়া আছে। দীর্ঘদিন তাগাদা দিয়েও এসব বিল আদায় করা যায়নি। তাই আগের ঘোষণা অনুসারে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে নেমেছে তিতাস।

এসবিডি নিউজ ডেস্ক