“জয়” _ ফাতেমা হক মুক্তা

“জয়” _ ফাতেমা হক মুক্তা

“জয়”
_ ফাতেমা হক মুক্তা।

তোমার মুখ দেখে, আজ বড্ড মায়া হলো
আর তোমার হাসি___
সে যে একদম সাজানো ছিল,
সেটাও বুঝতে বাকি রইলো না।
নিয়তির কি নির্মম পরিহাস বলো,
আমাদের এভাবে দেখা নাও হতে পারতো।

তোমার সাথে সদ্যবিবাহিত বউ দেখলাম
বেশ মানিয়েছে __
মেয়েটা আঁটসাঁট গড়ন, লম্বা, শ্যামলা
চটপটে, চঞ্চল, চতুরও বেশ
তবে, তার মাঝে তুমি যে আমাকে খুঁজো
সে আমি নিশ্চিত।

তোমার দোষ কি বলো __
বাঙালী যোগ্যতায় ভাতের চাল বদল করে
এই যেমন, প্রথমে মোটা ইরিধানের__
তারপর মিনিকেট, নাজিরশাল,
আবার আরো যোগ্য হলেই
মাঝেমাঝে বাসমতী, বা কালোজিরা সুগন্ধি।

তুমিও তোমার সঙ্গী বদলে নিয়েছ___
এতে আমি দুঃখিত নই, বরং খুশি
আমি অন্যের ভালো দেখে সারাজীবন খুশি হই,
হই আনন্দিত __
আমি সবার জন্য মঙ্গল কামনা করি
আর, তোমার জন্যে তো আজন্মের শুভাকাঙ্ক্ষী।

বছরদুয়েক আমি সংসারে মন দিয়েছি
মন দিয়ে সংসার করছি___
জানো, সংসারের একটু উন্নতির জন্য
দিনরাত্রি পরিশ্রম করি___
ভাগ্যের চাকাও ঘোরে, নিয়তি ঘুরায়
আমিও তাই সব মেনে নিয়েছি।

মেনে নেয়া আমার পুরনো অভ্যাস
এইজীবনে যাকিছু ঘটেছে _
সবই তো মেনেই নিয়েছি, মেনে নিতে হয়।
এইযে আজ আমায় দেখলেনা
আমি কত নম্র, সাবলীল?
মেনে নিতে পারাটাও যে, একধরণের “জয়”।

অতিথি লেখক