টরন্টোয় শিল্পী লোপামুদ্রার গানের আসর

টরন্টোয় শিল্পী লোপামুদ্রার গানের আসর

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী লোপামুদ্রা আসছেন টরন্টো। আগামী  শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিনি ১৯০ রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে কণ্ঠ উজার করে গান শুনাবেন  বাংলা ভাষী টরন্টোনিয়ানদের।

আনন্দধারা পারফর্মিং আর্টস ইনক এর উদ্যোগে  ‘হৃদ মাঝারে রাখবো’ শীর্ষক এই আয়োজনের সঙ্গে রযেছে আনন্দধারা ডান্স একাডেমী, অন্যস্বর, বাচনিক, সুকন্যা নৃত্যাঙ্গন এবং নৃত্যাকলা কেন্দ্র।

লোপামুদ্রার কণ্ঠে সঙ্গীতের এই আসরটি সঞ্চালনায় থাকছেন খ্যাতিমান অভিনেতা ও আবৃত্তিকার শেখর গোমেজ।  শেখর গোমেজ দীর্গদিন টরন্টোর মঞ্চ থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। গতমাসে ‘তিন মাতালের কান্ড’ মঞ্চ নাটকের পর এবার লোপামুদ্রার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব নিয়ে আবারো দর্শক শ্রোতাদের সামনে আসছেন। দর্শনীর বিনিময়ে এই অনুষ্ঠানের টিকেটের মূল্য যথাক্রমে ২৫, ৫০ ও ১০০ ডলার।

শিল্পী লোপামুদ্রা সম্পর্কে অভিনেতা ও আবৃত্তিকার শেখর গোমেজ বলেন, লোপামুদ্রা  যা-ই পরিবেশন করেন তা হয়ে ওঠে অনন্য। হোক তা রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বা লোকগীতি। তাঁর কণ্ঠের মাধুর্য ও সূক্ষ্ম কারুকাজের সাথে যুক্ত হয় বলিষ্ঠতা। তাই হাজারো কণ্ঠের মাঝে তাঁর কণ্ঠকে চিনে নিতে আমাদের একটুও বেগ পেতে হয় না। তাঁর কণ্ঠে আছে রাবীন্দ্রিক আভিজাত্য, আছে অশ্রুতপূর্ব অন্যরকমের লালিত্য, আছে দেশপ্রেম, আছে দ্রোহ, আছে মাটির সোঁদা গন্ধ। তাঁর গান আমাদের মাঝে ছড়িয়ে দেয় এক অনির্বচনীয় মুগ্ধতার আবেশ।

আন্তর্জাতিক ডেস্ক