অনুপস্থিত _ ফাতেমা হক মুক্তা

অনুপস্থিত _ ফাতেমা হক মুক্তা
ছবি: ফাতেমা হক মুক্তা।

—–অনুপস্থিত—–

~~~ফাতেমা হক মুক্তামনি~~~

***************************************************


এইজীবনে এখন আর তোমার উপস্থিতি নেই
নেই তুমি আর আমার লেখা কবিতা বা উপন্যাসে।
আমার আর এখন বুক কাঁপেনা
এই সত্যকে উপস্থাপন করতে।
সময়াবর্তে ঘুরপাক খেতে খেতেই
___আজ আমি এমন।

স্বরলিপি ভুল করে করে একজীবনে
আর কতটাই বা কবিতা উপন্যাস লেখা যায়?
যাপিত জীবনে যাকিছু অতীত
___যাকিছু বেদনা বিধুর
যাকিছু দূরতিক্রম বিভাজক,
আমি আর তার মাঝে থাকবো না।

জীবনের অথৈ বেড়াজাল ভেদ করে করেইতো
______আজ আমি এখানে।
তাই তো আজ অদম্য সাহসী
আমার এখন দূর্বার দুঃসাহস।

আমি এখন আঙুল উঁচিয়েও বলতে পারি
আমি এখন খুব সহজে লিখতে পারি__
আমি তোমাকে আর ভালোবাসিনা।
আমি মাথা উঁচু করে বলতে পারি__
আমার এই অভিশপ্ত জীবনে
______তুমি এখন সম্পূর্ণ অনুপস্থিত।

***************************************************

অতিথি লেখক