ভালোবাসার স্বরলিপি __ ফাতেমা হক মুক্তামনি

ভালোবাসার স্বরলিপি __ ফাতেমা হক মুক্তামনি
ছবি: ফাতেমা হক মুক্তামনি।

—–ভালোবাসার স্বরলিপি—–

~~~ফাতেমা হক মুক্তামনি~~~

***************************************************


যদি আমাকে ভালোবাসতেই হয়
এমন ভালোবাসা, বেসো__
যাতে ভূমধ্যসাগরের বুকে তীব্র ঝড় ওঠে।
যদি আমাকে ভালোবাসতেই হয়
এমন ভালোবাসা, বেসো! __
যেমন করে ভালোবেসেছিল রাধা, সুরঞ্জনা বা বনলতাকে।
যেমন করে ভালোবেসেছিল
মজনু লাইলিকে, ফরহাদ শিরিকে
যেন সে ভালোবাসা ইতিহাস হয়ে থাকে
তিন জনমের।

দাঁড়ে বসা কাকের মতো
কখনওই আমাকে চেওনা
আমি কিছুতেই সাড়া দেবনা
পাবেনা আমাকে সাত জনমেও।
আমাকে ভালোবাসতে হলে
বৃক্ষ বা নদীর কাছে শিখে এসো,
__প্রেম আসলে কি?

যদি আমাকে ভালোবাসতেই হয়
আকাশকে রাখবে সাক্ষী,
সাক্ষী রাখবে, পাহাড় ও সমুদ্রকেও।
বাংলা অভিধান ঘেঁটে ঘেঁটে শিখবে
ভালোবাসার স্বরলিপি,
সত্য ও সঠিক প্রেমের সুত্র মুখস্থ করবে
কমপক্ষে হাজার খানেক।
তারপর আমাকে ডাকবে___
তোমার দেয়া সেই নাম ধরে।

এককথায়,
আমি ভালোবাসা চাই নিখাদ।
যদি আমাকে তোমার ভালোবাসতেই হয়
এমন ভালোবাসা, বেসো__
যাতে আটলান্টিকের বুকে ঝড় ওঠে।
সেই ভালোবাসা পেয়ে পেয়ে
আমিও যেন ঠিক,
অতটাই তোমাকে ভালোবাসতে পারি।

***************************************************

অতিথি লেখক