ভুলেই থেকো (ফাতেমা হক মুক্তা)

ভুলেই থেকো (ফাতেমা হক মুক্তা)
ছবি: ফাতেমা হক মুক্তা।

***—*** ভুলেই থেকো ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************

ভুলেই থেকো, জল ভরা চোখে খুঁজিও না আমায়
আমি তো মেঘের উপর মেঘ,
ঠিক তার ঐ মাথায়
এই জীবনে নাই বা হোলো তোমার হাতটি ধরা
থেকো তুমি অনেক সুখে এই আমাকে ছাড়া ।
না পাওয়ার বেদনা যদি না রাখো বুকে
পুষে বিচ্ছেদের কি যন্ত্রণা, বুঝবে তবে কিসে ?
এই জনমে নাই বা হলো এক সাথে থাকা
আরেক জনম তো তোমার জন্য পুরোটাই আছে রাখা ।
আমার যে কোন দুঃখ নেই
নতুন করে আর প্রতীক্ষার প্রহর গুণে গুণেই করবো
জীবন পার সুখের মাঝে না হলেও,
দুঃখের দিনে ডেকো প্রকাশ্যে
নাই বা হলো, অনুভবে রেখো ।
হৃদয়ের কান্না যদি শুনতে কভু পাও আগের মত
আবার বলিও, আমায় তুমি
চাও আবার আমি আসবো ফিরে আগের
মত করে অনুভবেই থেকে যাবো জনম জনম ধরে ।

_______________________________________________________________________

অতিথি লেখক