বিড়ালের ভদ্রতা…

বিড়ালের ভদ্রতা…

ফ্লোরা সরকার: সকালে হাঁটতে বের হলে বিস্ময়কর কিছু দৃশ্য চোখে পড়ে যা বাড়িতে এসেও মাথার ভেতর ঘুর ঘুর করতে থাকে। গতকাল সকালে সেরকম একটা দৃশ্য দেখলাম। দেখি, একটা বিড়াল, পথের ধারে রাখা কিছু বালুর ধারে হাগু করলো। তারপর বালু দিয়ে খুব যত্ন করে সেই বিষ্ঠা ঢেলে দিতে লাগলো। যতক্ষণ না পুরো হাগুটা ঢাকা হলো সে তার চেষ্টা অব্যহত রাখলো। শেষে, পুরোটা ঢাকা হয়ে গেলে, ধীর পায়ে সে চলে গেলো।

আমি তার দিকে তাকিয়ে শুধু ভাবতে লাগলাম, আহা, তোমার মতো ভদ্র যদি আমরা হতে পারতাম ?

অতিথি লেখক