অ্যাবোটাবাদের লাদেনের বাড়ির ওই স্থানে হাসপাতাল নির্মাণ করবে যুক্তরাষ্ট্র!

অ্যাবোটাবাদের লাদেনের বাড়ির ওই স্থানে হাসপাতাল নির্মাণ করবে যুক্তরাষ্ট্র!

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের সেই বাড়ি থেকে দুটি বাইবেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, বাইবেলে কিছু সন্ত্রাসী কার্যক্রমের সংকেত লিপিবদ্ধ ছিল। অ্যাবোটাবাদের সেই বাড়িটি ভাঙার কাজে নিয়োজিত কর্মীরা ওই বাইবেল দুটি ছাড়াও দুটি রেডিও খুঁজে পান। বাইবেলগুলো বাড়ির গোপনস্থানে লুকিয়ে রাখা ছিল। বাইবেলের ইংরেজি সংস্করণের কিছু পৃষ্ঠা ভাঁজ করা ছিল এবং কিছু কিছু শব্দে দাগ দেয়া ছিল। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এক কর্মকর্তা বলেন, তাঁরা অ্যাবোটাবাদের ওই বাড়িটি ধ্বংসের আগে কক্ষগুলো তল্লাশি করার সময় বাইবেল দুটি পান। তবে ইংরেজি সংস্করণের বাইবেলগুলো কী কারণে সেখানে রাখা হয়েছিল, সে সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারেননি। পাকিস্তানি কর্মকর্তারা আরও জানান, তাঁরা বাইবেল ছাড়াও সচল দুটি রেডিও খুঁজে পান। এগুলো তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। তাঁরা ভাঁজ করা ওই পৃষ্ঠাগুলো ও দাগানো শব্দগুলো পরীক্ষা করে দেখবেন। তবে তাঁরা মনে করছেন, লাদেন তাঁর অনুসারীদের জিহাদে আহ্বান জানাতে ওই বাইবেল দুটি ব্যবহার করতেন।

অ্যাবোটাবাদের লাদেনের বাড়ির ওই স্থানে এখন কী করা হবে, তা নিয়ে সংকট তৈরি হয়েছে। স্থানীয় কট্টরপন্থীরা সেখানে মাদ্রাসা স্থাপন করার দাবি করেছেন। অনেকে সেখানে মসজিদ স্থাপনের আহ্বান জানান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই জায়গাতে একটা হাসপাতাল স্থাপন করা হতে পারে।

সূত্রঃ রয়টার্স ও বিবিসি।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।