বগুড়ার গাবতলীতে শুরু হয়েছে ২ দিন ব্যাপী ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

বগুড়ার গাবতলীতে  শুরু হয়েছে ২ দিন ব্যাপী ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

চপল সাহা, এসবিডি নিউজ২৪ ডট কমঃ উৎসবের মধ্যে দিয়ে আজ ৮ ফেব্রুয়ারী (বুধবার) থেকে শুরু হয়েছে বগুড়ার গাবতলীতে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। একদিনের মেলা হলেও চলে ২ দিন। পর দিন মেলার নাম হয়ে যায় বৌ মেলা। এদিন কেনাকাটা করেন এলাকার বৌঝিরা।

প্রায় ২শ’ বছর পূর্বে বগুড়ার গাবতলী উপজেলার গাড়ীদহ নদী ঘেঁষে বিভিন্ স্থান থেকে আগত সন্ন্যাসীরা এখানে ধ্যানে মগ্ন হন। এরও প্রায় ৫০ বছর পর  স্থানীয়রা এখানে সন্যাসী পুজা শুরু করেন এবং এ উপলক্ষে গোড়াপত্তন করা হয় ঐতিহ্যবাহী এই মেলার। সেই থেকে প্রতিবছর মেলাটি মাঘ মাসের শেষ বুধবার অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে  মেলাটি স্থানীয় মানুষদের মাঝে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এটি এখন গোটা বগুড়াবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে। এ মেলায় মেয়েদের প্রসাধনী সামগ্রী, হরেক রকমের খাবারের দোকান এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বসলেও  এখানকার  প্রধান আকর্ষণ হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় মাছ। বিশেষ করে বিশাল বিশাল বাঘার মাছ কেনার জন্যই মানুষের আগ্রহ দেখা যায়। তাই অনেকে এই মেলাকে বলেন, মাছের মেলা। এবার মেলায় একটি ৮৫ কেজি ওজনের বিশাল একটি বাঘার মাছ উঠেছে, যা বিক্রি হয়েছে ৭৬ হাজার টাকায়। মেলা উপলক্ষে আশেপাশের মানুষ তাদের মেয়ে এবং জামাইকে ইতোমধ্যেই দাওয়াত করে এনেছেন। চলছে উৎসবের আমেজ। বড় বড় মাছ কেনার জন্য দুর দুরামত্ম থেকে মানুষ এই মেলায় আসেন। অনেকে আবার আসেন ছেলে-মেয়েদের বড় বড় মাছ দেখানোর জন্য। প্রতিবছরই এ মেলাতে ক্রেতাদের চাহিদার উপর লক্ষ্য রেখে দেশের বিভিন্ন জেলা থেকে বড়, ছোট নানা সাইজের মাছ আমদানী করা হয়।

লেখকঃ সাংবাদিক।।

প্রধান সম্পাদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।