নাইট ক্লাবে আগুনঃ প্রধানমন্ত্রীর পদত্যাগ

নাইট ক্লাবে আগুনঃ প্রধানমন্ত্রীর পদত্যাগ

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ রোমানিয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকান্ডের ঘটনায় ৩২ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা পদত্যাগ করেছেন। নাইট ক্লাবে অগ্নিকান্ডের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভের পরদিনই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সেই বিক্ষোভে প্রায় বিশ হাজার মানুষ অংশ নেয়।

বিক্ষোভকারীরা আরো সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। তাদের অভিযোগ সরকারের দুর্নীতি এবং দুর্বল নিরাপত্তার অভাবেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সরকারের দিক থেকে নাইটক্লাবগুলোর অগ্নি নিরাপত্তা যথাযথভাবে তদারকি করা হয় না বলে বিক্ষোভকারীদের অভিযোগ।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর (শুক্রবার) রাজধানী বুখারেস্টের একটি নাইট ক্লাবে এই অগ্নিকান্ড ঘটে। সেখানে একটি ব্যান্ডদল যখন আতশবাজির প্রদর্শন করে তখন আগুন লেগে যায়। সেই নাইট ক্লাব থেকে বের হবার একটি মাত্র রাস্তা ছিল। অগ্নিকান্ডের পর নাইট ক্লাবটির তিনজন মালিককে গ্রেফতার করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles