অনেক যন্ত্রণা আছে, তুমিও তো আছ!

অনেক যন্ত্রণা আছে, তুমিও তো আছ!
ছবি: খালেদ হোসাইন।

‍‍~~~অনেক যন্ত্রণা আছে, তুমিও তো আছ!~~~ 
——খালেদ হোসাইন——-
**************************************************************************************

অনেক যন্ত্রণা আছে।
তুমিও তো আছ!
>>>
এখানে আগুন-বৃষ্টি।
সব পুড়ে হয়ে যাচ্ছে ছাই।
এখানে নদীর বুকে
অ্যাসিডের বান ডাকে
একফোঁটা জলও তো নাই।
নদীতে যন্ত্রণা আছে।
তুমিও তো আছ!
>>>
অভ্রপুঞ্জে জল নেই।
জল নেই চোখে।
ভূমিকম্পে টলে ওঠে মাটি।
কাঁটাবিদ্ধ রক্তপায়ে হাঁটি।
বুক ভার হয়ে থাকে শোকে।
মন-ভরা ক্ষত আছে।
তুমিও তো আছ!
>>>
আশেপাশে তাকানো কঠিন
এখানে অনন্ত রাত
নেই কোনো দিন।
বাইরে ও ঘরে
শ্বাপদেরা চলাফেরা করে।
বিশ্বাস হয়েছে বিলীন।
অশেষ অশান্তি আছে।
তুমিও তো আছ!
>>>
গাছে কোনো ফুল নাই,
ডালে নাই পাখি
তবুও তো এইখানে থাকি।
আছে শুধু অস্থিরতা।
তুমিও তো আছ?
>>>
এসো, আমি গান করি
আর তুমি নাচো!

______________________________________________________________

অতিথি লেখক