নেপালে আবারও ভূমিকম্প!

নেপালে আবারও ভূমিকম্প!

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ আবারও ভূমিকম্প অনুভুত হয়েছে নেপালে। এবার দেশটিতে কয়েক ঘণ্টার মধ্যে পরপর তিনবার ভূ-কম্পন অনুভুত হয়। প্রথম কম্পনটি অনুভূত হয় শনিবার দিবাগত রাত ২টার দিকে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। এরপর আবার রাত ৩ টা ১৪ মিনিটে দ্বিতীয় দফায় ভূ-কম্পন হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪। শেষ কম্পনটি হয় আজ সকাল ৭টার দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪।

কাঠমান্ডুর ‘দ্য ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার’ জানিয়েছে, পূর্ব কাঠমাণ্ডুর সিন্দুপালচক ও উদয়পুর অঞ্চলে এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল। এসব ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ২৫ এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্পের পর এ পর্যন্ত প্রায় ১৫৬ বার কেঁপে উঠেছে নেপাল। বারবার ‘আফটারশক’ অনুভূত হওয়ায় আতঙ্কিত নেপালীরা। গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles