লেবাননে প্রবেশের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি

লেবাননে প্রবেশের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ সিরীয় শরণার্থীদের লেবাননে প্রবেশের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে প্রতিবেশী লেবানন। এর আগে দুই দেশের নাগরিকরা অনেকটা বাধাহীন ভাবেই একে অপরের দেশে প্রবেশ করতে পারতেন। সিরীয় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই প্রতিবেশী লেবাননকে উদ্বাস্তু সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। বর্তমানে দেশটিতে তালিকাভুক্ত ১১ লাখ শরণার্থী অবস্থান করছেন। তবে তালিকার বাইরে আছেন আরও ৫ লাখেরও বেশি শরণার্থী। সব মিলিয়ে ক্ষুদ্র রাষ্ট্র লেবাননে বর্তমানে প্রতি তিনজন মানুষের ১ জন সিরীয়।

৫ জানুয়ারী (সোমবার) ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে লেবাননে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা পূরণ করতে হবে সিরীয়দের। আগে লেবাননে প্রবেশের পর কোনো কাগজপত্র ছাড়াই ছয়মাস থাকতে পারতেন সিরীয় নাগরিকরা। তবে এখন থেকে লেবাননে প্রবেশের সময় বর্ডার এন্ট্রি পোস্টগুলোতে বেশ কিছু বাধ্যবাধকতা পূরণ করতে হবে তাদের। এদিকে বিপুল সংখ্যক সিরীয় শরণার্থীর চাপে বর্তমানে হিমশিম খাচ্ছে লেবাননের সরকার। দেশটির আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এই শরণার্থী সমস্যা। সিরীয় গৃহযুদ্ধ শুরুর পর থেকে জাতিসংঘ শরণার্থী কমিশনের হিসেব অনুযায়ী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন ৩২ লাখ সিরীয় শরণার্থী।


আন্তর্জাতিক ডেস্ক

Related articles