পরলোকে সৈয়দ মইনুল হোসেন

পরলোকে সৈয়দ মইনুল হোসেন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ পরলোকে সৈয়দ মইনুল হোসেন। তিনি জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ১০ নভেম্বর (সোমবার) বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মইনুল হোসেন ১৯৫২ সালের ৫ মে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ীর দামপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মুজিবুল হক ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইতিহাসের শিক্ষক ছিলেন। ছেলেবেলায় মইনুল চেয়েছিলেন প্রকৌশল বিষয়ে পড়তে। কিন্তু  ঢাকা তখন গণঅভ্যুত্থানে উত্তপ্ত। ওই সময় মইনুলকে ফরিদপুর থেকে ঢাকায় পাঠানো হয়। ১৯৭০ সালে তিনি ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগে।

নিজস্ব প্রতিনিধি