২৬ সেপ্টেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২৬ সেপ্টেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। ২৬ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে ১ থেকে ৫ অক্টোবরের টিকিট বিক্রি হবে। ৩ অক্টোবর পাওয়া যাবে ৭ তারিখের ফিরতি টিকিট। কমলাপুর স্টেশনে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার অগ্রিম টিকিট বিক্রি হবে। প্রতিবারের মতো এবারও একজন ৪টির বেশি টিকিট কিনতে পারবেন না।

আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এক লাখ ৮০ হাজার টিকিট বিক্রি হয় রেলের। ঈদকে সামনে রেখে প্রতিদিন সব ট্রেন মিলিয়ে দুই লাখ ৫০ হাজার টিকিট বিক্রি করা হবে।

নিজস্ব প্রতিনিধি