গাজায় মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে,বাস্তুহারা হয়েছে ১০,১৯৩

গাজায় মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে,বাস্তুহারা হয়েছে ১০,১৯৩

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে শহীদের সংখ্যা ২০০০ অতিক্রম করেছে। অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবর দিয়েছে। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন শুরু থেকে রোববার পর্যন্ত অন্তত ২০১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া, বাস্তুহারা হয়েছে ১০,১৯৩। গত মাসের ৮ তারিখ থেকে গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন শুরু হয়েছে ।

গাজার কর্মকর্তারা বলেছেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে আরো লাশ উদ্ধার হয়েছে এবং আহত আরো অনেকে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৫৪০ শিশু বলে খবরে উল্লেখ করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সাত বছরের কঠোর অবরোধ ও পৈশাচিক আগ্রাসনে গাজার অন্যান্য অবকাঠামোর সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাও প্রায় ধ্বংস হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের অভাবেই আহত অনেক ফিলিস্তিনি অকালে মারা গেছেন বলে স্থানীয় খবরে আভাস দেয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles