দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে যাওয়া ফেরিঃ ৬০টি মৃতদেহ ও ১৭৪ জনকে জীবিত উদ্ধার

দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে যাওয়া ফেরিঃ ৬০টি মৃতদেহ ও ১৭৪ জনকে জীবিত উদ্ধার

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে যাওয়া ফেরিটির ভেতরে এই প্রথমবারের মতো ঢুকতে পেরেছে ডুবুরীরা এবং তারা আরো অনেকগুলো মৃতদেহ উদ্ধার করেছে। এর ফলে ওই ঘটনায় মৃতের নিশ্চিত সংখ্যা এখন ক্রমাগত বাড়ছে। এ পর্যন্ত প্রায় ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি যাত্রী কেবিন থেকে প্রায় বিশটির মত মৃতদেহ বের করে আনা হয়। এসব মৃতদেহের পরণে লাইফ জ্যাকেট পরা ছিল। দু’শো সত্তর জনেরও বেশি যাত্রী নিয়ে গত বুধবার ওই ফেরিটি ডুবে গিয়েছিল। যাত্রীদের বেশির ভাগই ছিল স্কুলের ছাত্রছাত্রী। তীব্র স্রোত এবং পানির ভেতর ভালোভাবে দেখতে না পাওয়ার কারণে ডুবুরিরা উদ্ধার কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছে। ডুবে যাওয়ার সময় ফেরিটি অনভিজ্ঞ একজন চালক চালাচ্ছিলেন বলে জানিয়েছে কর্মকর্তারা। সেই চালক সহ অন্য আরেকজন ক্রু এবং ফেরির ক্যাপ্টেন এখন পুলিশের হেফাজতে আছেন। এ পর্যন্ত মোট ১৭৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে। দক্ষিণ কোরিয়ার জিনডো দ্বীপ থেকে বিবিসির জোনাথন হেড জানাচ্ছেন, কোরীয় উপদ্বীপের একবারে দক্ষিণ কোনায় ছোট্ট এই বন্দরে সাদা একটি বোর্ডের চারদিকে সবসময় উদ্বিগ্ন স্বজনদের দেখা যাচ্ছে। মৃতদেহ পাওয়ার পরপরই এই বোর্ডে তাদের নাম, নাম না পাওয়া গেলে তাদের পোশাকের বর্ণনা, মোবাইল ফোন, হাতে গলায় পাওয়া জুয়েলারি বা সনাক্ত করার অন্য কোন চিহ্নের বর্ণনা লিখে দেয়া হচ্ছে।

যত দিন যাচ্ছে, উদ্বিগ্ন স্বজনদের অস্থিরতা এবং ক্ষোভ তত বাড়ছে। নিখোঁজ যাত্রীদের স্বজনদের সাথে আজ পুলিশের সংঘর্ষও হয়েছে। তারা দাবি করছেন, উদ্ধার তৎপরতা দ্রুততর করা হোক। আড়াইশর মত যাত্রী এখনও নিখোঁজ। উদ্ধারকারিরা বলছেন, সব মৃতদেহ খুঁজে বের করতে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও লাগতে পারে। ।
[সূত্র: বিবিসি বাংলা।]

আন্তর্জাতিক ডেস্ক

Related articles